স্কুল, কলেজের পোষাকে পার্কে আপত্তিকর অবস্থান নিষেধ

লিখেছেন লিখেছেন শরীফ ঝিনুক ১৬ এপ্রিল, ২০১৩, ০১:০১:১৪ রাত

রমনা পার্কের গেট গুলিতে লেখা "স্কুল, কলেজের পোষাকে পার্কে আপত্তিকর অবস্থান নিষেধ"। এই লেখা থেকে বুঝলাম, পার্কের ভেতরে ছেলে-মেয়েরা এমন কিছু করে যা আপত্তিকর এবং এটা নিয়ে খোদ প্রশাসনের কর্তা-ব্যাক্তিদের ও দ্বিমত নাই। দ্বিমত থাকলে তো তারা আর এই সাইন বোর্ড ঝুলাতেন না! প্রশ্ন হল, আপত্তিকর অবস্থান শুধু স্কুল, কলেজের পোষাকে নিষেধ কেন? যা আপত্তিকর, বিকৃত রুচির পরিচায়ক তা তো সকলের জন্যই, সকল পোষাকেই নিষিদ্ধ হওয়া উচিত, তাই না? আশা করি, প্রশাসন শুধু রমনা পার্কে নয়, সারা দেশে আপত্তিকর, নোংরা অবস্থায় চলাচল নিষিদ্ধ করে 'আপত্তিকর অবস্থা মুক্ত বাংলাদেশ' গড়ার পদক্ষেপ নিবে।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File